ফুলের চেয়ে কাঁটা আমি
বড্ড ভালোবাসি
তোমার দেয়া কষ্ট ব্যথায়
খুব হয়েছি খুশি।
অন্ধগলির পথের ধারে
ঠাঁই নিয়েছি আমি
ইট পাথরের অট্টালিকায়
সুখে আছো তুমি।
দু'টি মনের একই আশা
হারিয়ে গেলো জলে
শোক বিরহে অন্তর জুড়ে
তুষের আগুন জ্বলে
মন পোড়া জীবনটা মোর
যেদিন হবে শেষ
খবর পেয়ে সেদিন এসে
দেখো সুখের বেশ।
             (২৮.১০.২০ইং)