পড়তে খুকীর মন বসেনা
খেলতে ছুটে মাঠে
নাওয়া খাওয়া সকল ভুলে
ঘুরে পথে ঘাটে।
পড়ার কথা শুনলে তার
চোখে আসে জল
বাবা তার কষ্ট বুঝে
খেতে দেয় ফল।
খেলার ছলে বাবা তার
পড়তে যেই বলে
খুশি হয়ে আপন পাঠে
বই তার খোলে।
পাঠ পঠনে শিশুর যখন
আনন্দে মন ভরে
পড়া লেখার প্রতি তাদের
আগ্রহ যায় বেড়ে।
        (১৬.১১.২০ইং)