ঝিঙে গাছের মাচার নীচে
টুনটুনির এক বাসা
ধরবে খোকা সন্ধ্যা বেলা
এটাই মনের আশা।
গড়িয়ে এলো সন্ধ্যা যেই
গেলো মাচার ধারে
বুদ্ধি এঁটে শখের পাখি
ধরলো যতন করে।
খোকার মনে দারুণ খুশি
যায়না প্রকাশ করা
হঠাৎ খোকা তাকিয়ে দেখে
পাখির মনটা মরা।
পাখির বিষম কষ্ট বুঝে
মায়া গেলো বেড়ে
তাইতো খোকা বনের পাখি
বনেই দিলো ছেড়ে।
        (১৮.১০.২০ইং)