খাল বিল জলাশয় আর নদী-নালা
সবগুলো মৃতপ্রায় মুখ দেখি কালা।
কূল জুড়ে নেই পানি হতাশার ঢেউ
তাকিয়ে দেখেনা ওদের আজ আর কেউ!
বুক ফেঁটে চৌচির রুগ্নতার বেশ
অস্থির চিন্তায় সাদা হলো কেশ।
মানহীন জলাশয় কাঁদে রাত দিন
কবে জানি হয়ে যাবো ধরাতে বিলীন?
সুখে দুখে একসাথে মিশে আছে তারা
অনাদর অবহেলায় মানহীন সারা।
          (০৭/১২/২০ইং)