ক্ষণিক জীবন সুখের তরে কত কিছু চাই
আসল ভুলে ভ্রান্ত পথে তরী বেয়ে যাই।
অতৃপ্ত মন খুঁজে বেড়ায় শুধুই সুখের বাসা
নিঃস্ব হয়ে হঠাৎ হারাই নিজ মুখের ভাষা।
জগৎ জুড়ে মন চাহিদার নেইকো সীমা রেখা
যতোই গড়ি বাড়ি গাড়ি যেতে হবে একা।
কর্ম শুধু সাথী হবে ভিন্ন কিছু নয়
এই কথাটি স্মরণ রেখে ভ্রান্ত করো ভয়।
থাকতে জীবন আসল নকল সকল চিনে লও
চিরশান্তির মুক্তির আশায় প্রেমের পথে রও।
এই জগতে নাইবা হলো পূর্ণ তোমার আশা
পরপারে তুমি পাবে শান্তি সুখের বাসা।