মধ্য রাতের ঝড়ে গেলো আমগুলো সব পরে
ভোর বিহানে পাইনি খুঁজে মন যে কেমন করে?
সব নিয়েছে বুড়ো দাদু কুঁড়িয়ে থলে ভরে
শূন্য হাতে ফিরে আমি কাঁদি একাই ঘরে।
আমার ও যে কিছু ছিলো পাওয়ার অধিকার
ভুলে গেছে অন্ধ মোহে সুখ ধরিতে তার।
এই দুনিয়ার মায়াজালে আটকা পড়ে দাদু
আমার সকল শান্তি কেড়ে হাসে বসে শুধু।
দাদুর মুখের মধুর বুলি ভাল্লাগেনা আর
সুখের দেখা পাইনা খুঁজে দেখি অন্ধকার।