মাঠে ঘাটে শীতল হাওয়া
উষ্ণতার নেই লেশ
একলা চলার নিয়ম এখন
নেইতো খুশির রেশ।
পথে ঘাটে দোকান পাটে
নেইকো লোকের ভিড়
আপন কাজে ব্যস্ত সবাই
অশান্ত সব নীড়।
মনের মাঝে হিংসা দ্বন্দ্ব
মানব মাঠের বুকে
কারো খবর কেউ রাখেনা
সুখে কিংবা দুখে।
জবর দখল করার মতো
শক্তি আছে যার
এই জগতে সুখের পাখি
সবই যেন তার।
দিনের চেয়ে রাত্রে যারা
কর্ম করে বেশি
এই জগতে আজকে দেখি
তারাই বড্ড খুশি।
সভ্য যারা গুণী যারা
মরে ধুঁকে ধুঁকে
অন্ধ যারা জগৎ জুড়ে
তারাই বেশি দেখে।
      (০৪/০১/২১ইং)