নির্বাচনী উৎসব আমেজ আগের মতো নেই
রসাতলে জ্যোৎস্নার আলো পূর্ণিমা আর নেই।
সরলতা ঘোমটা পরে ধীরে ধীরে চলে পথ
সহজ ভাবে দেয়না কেহ নিষ্ঠামনে অভিমত।
মন মিলনের খেলা চলে স্বার্থ মোহের পাঠে
শক্তি লড়াই কারসাজি সব দেখি জগৎ মাঠে।
সমাজপতি হয় যদি আজ কামলা মজুর কুলি
আঁচল ভরে সভ্যতার ফুল কেমন করে তুলি?
অর্থ পেলেই হয় যদি গো মানব বিবেক অন্ধ
শান্তি সুখের রাস্তাগুলো হবে সকল বন্ধ।
প্রভাত আলো গায়ে মেখে ফিরতে হবে ঘরে
এখন সময় জেগে উঠার মহান ত্যাগের তরে।
                     (০৬/১/২১ইং)