আমরা শিশু কোমল দেহ
স্বপ্ন ভরা মন
মাঠের বুকে খেলা করতে
নিতুই চাহে মন।
পড়ার বোঝা চাপিয়ে যদি
শুধুই রাখো ঘরে
খুশি মনে মাঠের বুকে
খেলবো কেমন করে?
পড়ার ফাঁকে খেলতে হবে
স্বাস্থ্য সুখের তরে
খেলার সময় চাপ দিওনা
পড়তে বসে ঘরে।
খুশির বানে হৃদয় যখন
নাচবে নতুন ছন্দে
আপন পাঠে রইবো মেতে
কুসুম কলির গন্ধে।
      (০৭/১/২১ইং)