সাতসকালে ভাবের তরী
ভাসিয়ে দিলাম সিন্ধুতে
চাও যদি কেউ চড়তে সেথা
থামিও তরী খুশিতে।
লেনা-দেনার নেই প্রয়োজন
ঐ তরীতে চড়িতে
হাসি মুখে হাত বাড়িও
পরাণ ভরে দেখিতে।
পাবে সেথায় রঙ- বেরঙ্গের
নিত্য নতুন প্রসাধন
তোমার যখন যা চাহিদা
খোঁজে পাবে সেই রতন।
     (১২/৩/২১ইং)