শুদ্ধজলে সাঁতার কেটে খোঁজে নিও ঘাটের তীর
হক বাতিল দেখে শোনে আপন সুখে গড়ো নীড়।
ক্ষণস্থায়ী এই জীবনে মিছে মায়া সব আশা
অতৃপ্ত মন চায় তবু গো রাজপ্রাসাধী ঐ বাসা।
আপন মানুষ পর হয়ে যায় অন্ধ মোহের তরে
কেউ রাখেনা স্মরণ সেটা যাবে যে গো ছেড়ে।
লোভ অহংকার গর্বে যতই দেখাও পেশির জোর
ধুলোয় মিশে ঠিকই যাবে সঞ্চিত ঐ গর্ব তোর।
হও হুশিয়ার ও ভোলামন থাকতে সময় এই ভবে
সৃষ্টি যখন এই জগতে বেলাশেষে শব হবে।
                       (২৫/০১/২১ইং)