ছড়া
      মোঃতওহিদুল ইসলাম


কোথায় আছো খোকা খুকী
জলদি এসো ঘরে
সন্ধ্যা প্রদীপ জ্বলছে ঘরে
বই খোলে যাও পড়ে।
রোজ রোজ পাঠের পড়া
শিখবে বসে যারা
গুণে মানে জগৎ জুড়ে
তারা হবে সেরা।
নিত্য দিনের পড়া যারা
রপ্ত করে যায়
খুশির গাঙে তরী বেয়ে
তীরের দেখা পায়।
ভালো মন্দ চিনতে হলে
পড়তে হবে বই
পাঠের সময় যাচ্ছে বয়ে
খোকা খুকী কই?