ছড়ার দেশের ছড়ার রাণী
হাওয়ায় উড়ে এসে
বাংলা মায়ের রূপ দেখে
নামলে হেসে হেসে।
ছড়ার রাণী ঘুরে ফিরে
দেশটা মোদের দেখে
ছড়া বিলায় খুশি মনে
খোকা খুকীর সুখে।
রূপের মোহে ছড়ার রাণী
ভুলে নিজের দেশ
খুশি হয়ে ছড়া শিখায়
পেয়ে খুশির বেশ।
এই যে এলো ছড়ার রাণী
আর গেলোনা দেশে
এই সুযোগে খোকা খুকী
ছড়া শিখে হেসে।