বাতিঘরে তালা মারা সবার পড়া বন্ধ
খোকাখুকী হেসে খেলে হয়ে যাচ্ছে অন্ধ।
শাসন বারণ শোনেনা ঐ কোমল শিশুর দল
মোবাইল হাতে ব্যস্ত সবাই রিসিভ করে কল।
চিত্ত সুখের বায়না ধরে মোবাইল নিয়ে হাতে
গেইম খেলে সময় কাটায় তারা দিনে রাতে।
হেলায করে যাচ্ছে বেলা মন নেই কারো পাঠে
আকুল হয়ে ছুটছে সবাই পশুত্বের ঐ হাটে।
আজ আগামীর যাত্রা এখন অমঙ্গলের পথে
সময় থাকতে বাঁচাও তাদের উঠতে আলোর রথে।
দেশ জাতীর আশার আলো হলে মানহীন
সভ্যতার ফুল ফোটবেনা আর ভবে কোনদিন।
                    (২৫/০৩/২১ইং)