ছড়া
      মোঃতওহিদুল ইসলাম


রাগলে তোমায় ভালো লাগে দেখতে লাগে ফাইন
তোমায় দেখে হাসলে কেহ করো নাকো মাইন।
কথার ছলে মুচকি হেসে সবার পানে চাও
মনের সুখে সকাল দুপুর ঘুরে বেড়াও গাঁও।
সাঁঝের বেলা কলসি কাঁকে পুকুর ঘাটে গিয়ে
জল নিয়ে বাড়ি এসে ঘুমায় খাটে শুয়ে।
শিউলি বাগে ফুল কুড়াতে আসে ভোর হলে
বাড়ি ফিরে মালা গেঁথে পরায় খুকীর গলে।
ঝগড়া বিবাদ সকল ভুলে মিলে মিশে চলে
খুশির নায়ে চড়ে তারা আনন্দে দোল খেলে।
                    (১৯/৮/২১ইং)