নাইবা হলাম কারো চোখের
কাজল মাখা তারা
বিষণ্নরা সাথী আমার
খুব যে পাগলপারা।
দিন রজনী আমার সাথে
ঘুরে কাটায় বেলা
কষ্টের মাঠে আজ অবধি
কেউ করেনা হেলা।
আদর সোহাগ দিয়ে তারা
রাখে চোখে চোখে
হাসি ভুলার মন্ত্র শিখায়
তারা মুখে মুখে।
ব্যথার ফুলে মালা গেঁথে
পরিয়ে আমার গলে
সান্ত্বনা দেয় আমায় তারা
অতীত যেতে ভুলে।
         (২১/৮/২১ইং)