ছড়া
      মোঃতওহিদুল ইসলাম


ঐ পথে হেঁটে আমি প্রতিদিন চলি
যেই পথে আঁখিজল তুমি গেছো ফেলি।
কত স্মৃতি কত মায়া ঐ পথ ঘিরে
স্বপ্নরা ডেকে বলে যেতে তোর নীড়ে।
বুক ভরা আশা নিয়ে ছুটে চলি আমি
মনে সাধ জাগে মোর টেনে নিবে তুমি।
ক্ষমা করে ফুল দিও পাই যদি খুঁজে
মেনে নিও খুশি মনে তুমি চোখ বোজে।
আর কিছু আশা নেই জীবনে গো মোর
কাছে রেখো চুমে চুমে নাহি ফেলে দূর।
হাসি দিয়ে কথা বলো চলনে ও বলনে
শোক যেন চলে যায় দূরে সব গোপনে।
এই আশা বুকে রেখে তোরে খুঁজি আমি
সন্ধির ফ্রেমে বেঁধে সুখ দিবে তুমি।
                  (২৪/৮/২১ইং)