পরচর্চা গীবত বলা
নিষেধ ধর্ম নীতি
বিবেক জাগাও মানব মনে
মানতে এসব বিধি।
বই পুস্তক কিতাব পড়ে
নীতির বাণী জানি
কর্মে দেখি ষোল অানাই
ফাঁকি এবং হানি।
শিখি যাহা পাঠে পাঠে
তা মানিনা মাঠে
দুঃখ ব্যথা তাইতো আসে
মোদের পানে ছুটে।
সবাই যদি সবার ধর্ম
মানতো সঠিক ভাবে
এই দুনিয়ার রঙ্গ মঞ্চে
সুখে থাকতো সবে।
সঠিক চর্চা কর্মে যদি
প্রয়োগ করা হতো
জগৎ জুড়ে খুশির বন্যা
এমনি বয়ে যেতো।
      (১৭/০১/২১ইং)