বুকের ঐ বাম হাঁড়ে মোর বড্ড বেশি ব্যথা
মুখে খাবার যা তুলে দেই লাগে সবই তিতা।
চোখের পাতা বড্ড বেশি নড়াচড়া করে
কাছের জিনিস সকল কিছু মনে হয় দূরে।
আমার কাছে আলো আঁধার একই মনে হয়
অন্তরাত্মা কাঁপে সদা এটাই এখন ভয়।
আহাজারীর শব্দ শুনি দু'টি কানে মোর
অলক্ষ্মীদের গানের আওয়াজ বড়ই সুমধুর।
আমার হাতে আগের মতো নেই কোন শক্তি
হাসিমুখে তোমরা করো তাইতো বাজে উক্তি।
রাগ করে ক্ষেপে ওঠি দেখে তোদের কর্ম
মানুষ হয়ে বুঝলে  না কেউ ভালোর যে কি মর্ম।
আমায় নিতুই করবে স্মরণ ও পাষাণী মন
যেদিন আমি যাবো ছেড়ে এই সুন্দর ভূবন।
                (১৫/০৬/২১ইং)