ছাড়েনা পিছু
       মোঃতওহিদুল ইসলাম


যেখানেই সোনা খুঁজি সেখানেই সাপ
মনে চায় মরে যেতে জলে দেই ঝাপ।
ভালোবেসে যারে দেই এই বুকে ঠাঁই
সেই দেয় তুলে মোরে বিষমাখা ছাই।
বিশ্বাসঘাতকের এই যেন ভূমি
শান্তিহারা তাই আজো মোর আমি।
লোভ আর লালসার শুধু ছড়াছড়ি
সকলেই চলে দেখি ঐ পথ ধরি।
স্বার্থের ফাঁদে পরে বিবেক আজ বন্দি
হতাশার সাথে যেন বিরহের সন্ধি।
ছলনারা হাসিমুখে এসে বসে কোলে
বেদনার মালা দেয় সযতনে গলে।
প্রেম প্রীতি ভালোবাসা নেই ভবে কিছু
আলেয়ারা ঘুরে ফিরে নেয় মোর
পিছু।