ছোট ছোট কিছু কথা শুনে হাসি পায়
কিছু কথা শুনে কারো ব্যথা বেড়ে যায়।
চোখে চোখে যে কথা দূর থেকে হয়
মনে হয সে কথা কানে কানে কয়।
মনে মনে মিলে যেই এক মন হয়
চোখের গোপন ভাষা সেই বুঝে লয়।
বুঝে নাকো কোন কিছু ঐ দু'টি মন
চুপে চুপে তারা চায় থাকিতে দু'জন।
সুখ দুখ এক সাথে করে ভাগা ভাগি
সব কিছু দিয়ে তারা হতে চায় ত্যাগী।
মনে মনে ভাবে যা তাই করে তারা
না দেখে বাঁচে না কেউ কারো ছাড়া।
ভাবনার তরী সদা রয় অনুকূলে
চায় না মন দিয়ে কেউ যেতে ভুলে।
             (১৪/৭/২১ইং)