স্মৃতির খাতার প্রতিপাতায় না রেখে তোমায়
গোপন মনের মন্দিরেতে সাজাই নিরালায়।
যখন খুশি তখন সাজাই রঙমহলে আমি
তাকিয়ে দেখি আগের মতোই হাসছো যেন তুমি।
মান অভিমান পাইনি খুঁজে সেই
সেদিনের মতো
চোখের তারায় তুমি যেন প্রথম দেখার মতো।
দৃষ্টি সীমার বাইরে যতই থাকোনা আজ দূরে
মন বলে মোর সঙ্গোপনে আছো বাহুডোরে।
সবার মনের আশা যদি হতো গো পূরণ
কাব্য লিখায় থাকতো কি গো বিরহের রোদন?
এই দুনিয়ার দয়া মায়ায় বাঁচবো যতদিন
ছড়িয়ে দেবো ভালোবাসা গড়তে সুখের দিন।