স্কুলে আজ যাবো মোরা শিখতে লেখাপড়া
জ্ঞান গরিমায় বড় হয়ে মানুষ হবো সেরা।
মানবো নাকো কোন বাঁধন শিখতে নতুন পাঠ
জ্ঞানের রাজ্যে করবো প্রবেশ ভেঙ্গে দু' কপাট।
ভ্রান্ত নীতি ভুলবো মোরা খুলতে আলোর দ্বার
এই পৃথিবী জ্ঞানের আভায় সাজাবো আবার।
পশুর মতো জীবন গড়ে থাকবোনা কেউ দুখে
আমরা সবাই মানুষ হবো লেখাপড়া শিখে।
ভালো মন্দ বুঝবো মোরা জ্ঞানী গুণী হলে
আসল নেব কুড়িয়ে পথে মন্দ জলে ফেলে।
বাস যোগ্য এই পৃথিবী গড়বো নতুন করে
করুণ চোখের অশ্রু মুছে দেব যতন করে।