জীবনের গতিপথ আঁধারে গেলেও ঢেকে
জ্যোৎস্নার আলো আনবোনা ডেকে।
শান্তি স্থিরতা নিয়ে চুপিসারে ঘুমাও ঘরে
শেলতীব্রতায় জাগাবোনা অবণী পরে।
অসীম দুর্নিবার বেদনায় জাগলে প্রাণ
অস্থিরতায় অটল রবো তবু হারাবোনা মান।
ঘৃণা ক্ষোভ আক্রোশের দুয়ারে নাড়বোনা কড়া
নীরব আর্তনাদ উৎসবে মেতে উঠুক যতই মনপারা।
অবিরল অন্ধকারে যে জীবন ভুলেছে আলো
স্পন্দন চেতনায় কি করে তারে জাগাই বলো?
যে আত্মা ছলনার অথৈ জলে ডুবেছে অন্ধকারে
সে ভাসবেনা,ডাকবেনা কোনদিন  তোরে।
স্বার্থের পৃথিবী হয়তো নিয়েছো দখল করে
মনের সুখ খুঁজে কি পেয়েছো জগৎ জুড়ে?
             (২৪.১০.২০ইং)