ধূলোমাখা স্মৃতির ডায়েরী যদি থাকে ঘরে
নিঃসংকোচে পড়ে নিও যখন মনে পড়ে।
বেলা অবেলায় নানা ছলে ডাকতে যারে কাছে
তার লেখাটা একটু পড়ো রাখলে যারে পিছে।
এই জীবনে হয়তো আর লাভ হবেনা কিছু
আপন ভেবে এই সমাজে করলে যারে নীচু।
চোখের তারায় জ্যোৎস্না রাতে ভাসলে অতীত স্মৃতি
কলঙ্কের জল মুছে ফেলো গেয়ে শোকের গীতি।
আপন সুখে হেলা করে রাখলে যারে দূরে
সেই মানুষ মন বিরহে ঘুরে শোকের তীরে।
কষ্ট শোকের তীব্র ব্যথায় ঘুম আসেনা চোখে
তবু সে চায় তোমার নিদ্রা হোক পরম সুখে।
মিলন ঘাটে নাইবা হলো সেই ভাবে আর দেখা
বেদনার ফুল কুড়িয়ে পথে থাকবো ভবে একা।
আমার একটু সুখে তরে ডাকবোনা আর কাছে
সোনার জীবন পুড়ে যতই হোকনা ধরায় মিছে।
(০৯/০৫/২০ইং,রাঃ১১:১২)