ম্যাসেজ এলো বাড়ি গিয়ে
শীতের পিঠা খেতে
যাবেনি কেউ শহর ছেড়ে
গ্রামে আমার সাথে?
অজ পাড়া গাঁয়ে আমার
ছোট্ট একটি ঘর
সেথায় বসত করেই মোর
কাটলো মাস বছর।
মনে যদি ইচ্ছে জাগে
যেতে আমার বাড়ি
কষ্ট করে বললে মোরে
রেডি রাখবো গাড়ি।
সবুজ শ্যামল ছায়ায় ঢাকা
গাঁয়ের চারি ধার
দেখলে তুমি খুশি হবে
ভাঙ্গা পুকুর পাড়।
হরেক রকম বন ফুলের
মন ভুলানো হাসি
হৃদয় পঠে এঁকে দেবে
স্বপ্ন রাশি রাশি।
খাটের উপর বিছিয়ে দেবো
বসতে শীতল পাটি
পিঠা খেতে দেবো তোমায়
ভরে থালা-বাটি।
প্রাণ জুড়াবে মন জুড়াবে
পিঠা যখন খাবে
চাইবেনা কেউ আসতে ফিরে
এমন আদর পাবে।
         (০২/০১/২১ইং)