মন্দ কাজে বাঁধ সাধেনা এখন দেখি কেউ
আশার মাঠে নোংরা জলের দেখি বিষম ঢেউ।
সুখের মোহে ছুটছে সবাই নিতুই আপন কাজে
অন্ধ গলির রাস্তা খুঁজে দেখি সন্ধ্যা সাঁঝে।
সদ্য ফোটা পুষ্প কলি নেয়না কেউ চুমে
পশুর পণ্য কিনছে দেখি এখন চড়া দামে।
হিংসা নিন্দায় ভাসিয়ে নিলো গুণী লোকের মান
পথে ঘাটে ভদ্রলোক আজ হয় গো অপমান।
পশু রূপী মানব যারা তাদের বাড়ি গাড়ি
ভালো লোকের জগৎ জুড়ে নেইকো টাকা কড়ি।
এমন ভাবে চলছে সমাজ নতুন ছন্দ তালে
মানুষ পশুর নেই ভেদাভেদ দেখি আঁখি মেলে।
                   (১৬/০৭/২১ইং