দেখলে তারে পাগল হবে
             মোঃতওহিদুল ইসলাম


বাংলা মায়ের রূপ দেখিতে  যদি কেহ চাও
সকল কিছু ভুলে গিয়ে একটু নজর দাও।
দেখলে তোমার প্রাণ জুড়াবে হরেক ফুলের ঘ্রাণে
নাচবে হৃদয় ব্যাকুল হয়ে নিত্য খুশির বানে।
মাঝির কণ্ঠে শোনতে পাবে জারি সারি গান
রাখালীয়ার বাঁশির সুরে উদাস হবে প্রাণ।
সবুজ শ্যামল মাঠের বুকে সোনার ফসল ফলে
থোকা থোকা সোনা যেন হর্ষে সদা দোলে।
ঘোমটা পরা নববঁধূ দেখবে জলের ঘাটে
কলসিতে জল ভরে তারা কেমন করে হাটে।
বিলে ঝিলে শাপলা শালুক হাওয়ায় করে খেলা
রূপ দেখে তার থেমে যাবে তোমার পথের চলা।
গাছের শাঁকে সন্ধ্যা সাজে বসে পাখির মেলা
গভীর মায়ায় দেখবে তুমি নাহি করে হেলা।
ঝর্ণা বহে কেমন করে পাহাড় খুশি করে
পারবে নাকো ভুলতে তারে তুমি জীবন ভরে।
খোকা খুকীর মলই খেলা দেখবে যখন জলে
শোকের স্মৃতি যাবে ভুলে ক্ষণিক সুখের ছলে।
রূপ দেখে তার পাগল হবে দেখবে যখন তারে
পারবে নাকো ভুলে যেতে এই জীবনের তরে।
মধুর মায়ায় টানবে কাছে গভীর ভালোবেসে
চাইবে কোলে নিতে তারে প্রণয় সুখে হেসে।
অল্প সল্প কিছু বলেই লেখা করি ইতি
এসো যদি দেখতে তারে দেবো প্রেম-প্রীতি।