তোমার সেই বেওয়ারিশ চিঠি যন্ত্রনার নিকোটিন হয়ে
আমার ছোট্ট হার্ড ডিস্কে এটম বোমার মতো বিস্ফোরণ ঘটায়।
কখনো শর্ট সার্কিট হয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়
মেমোরির সমস্ত প্রোগ্রাম ডিলেট হয়।
অদৃশ্য শক্তি বলে হার্ড ডিস্ক অটো চালু হওযার
ম্যাসেজ এসে নিদ্রা ভঙ্গ হয়।
ব্রেকিং নিউজ হয় নিত্যদিনের টক শো'র মতো
হাজার অপশনে গিয়েও ডিলেট করতে পারিনা।
মোবাইল কোম্পানীর মতো নানা অফার আসে
বিভিন্ন সুযোগ সুবিধার কিন্তু আমি তা পাত্তা দেইনা।
রাজনীতিবিদের মতো আমি সব অতীত ভুলে যাই
নিজের স্বার্থের জন্য কিন্তু তোমার জন্য নয়।
তবু কেন প্রণয়ের জ্যামে আটকে যাই,জানিনা
রতি মহারতির পরম মায়ায় থমকে দাঁড়াই,হোঁচট খাই।
অন্ধগলির পথে পুরানো সেই সুখ খুঁজি নীরবে নিভৃতে
কিন্তু কেন জানিনা,জানতে চাইনা।
তোমার আমার ইতিহাস ঘটনার অন্তরালেই থাকুক
বিকৃত হোক মিথ্যার বেড়াজালে, তাতে কি?
পদ্মা সেতুর মতো দু'ই তীরের সেতু বন্ধন গড়ে যাবো মনমোহনায়।
                       ৷৷   (১৮/১২/২০ইং) ।।