রূপকথার গল্প শোনে ঘুমাইওনা আর
মধুর স্বপন দেখে চোখে
জাগো না এবার।
ডাকছে সময় বিনয় করে
আসতে আলোর পথে
পথহারাদের পথ দেখাতে
নতুন ভাবনাতে।
শিকল পরা হাত দু'টি আজ
মুক্ত করে সবে
আলোর মশাল দাও জ্বালিয়ে
অন্ধকার এই ভবে।
বন্ধ ঘরে আর কতকাল
রইবে তোরা পরে
বুকের উপর চাপা পাথর
দাওনা ফেলে দূরে।
মনের কথা প্রকাশ করার
ডাক এসেছে আজ
ক্ষুধার জ্বালায় মরবে কেন
গোপন রেখে লাজ?
কড়ায়গন্ডায় প্রাপ্য তোমার
নাও চিনিয়ে হাতে
সহজ পথে কেউ দেবেনা
সুখ ফিরিয়ে প্রাতে।
সুস্থ্য বিবেক থাকতে কেন
কষ্টে সদা রবে
শঙ্কা ভয় সকল ভুলে
এগিয়ে যাও সবে।