কর্মগুণে রই যেন ধরার বুকে বেঁচে
আপন সুখে মন্দ যেন না নেই কভূ বেছে।
সবার সুখে দিন রজনী হয় যে গো মোর চলা
খুশি মনে আমার গলে দেয়গো সবাই মালা।
গরিব দুখী সবাই যেন আমার আপন হয়
ভয় পেয়ে যে কোন মানুষ নাহি দূরে রয়।
পরের দুখে আমার চোখে আসে যেন জল
মধুর মায়ায় প্রেম সোহাগের পায় যে প্রতিফল।
আঁধার ঘরে আলোর পরশ নিত্য দেবো ঢেলে
শান্তি পেয়ে আমায় যেন নেয়গো চুমে কোলে।
এই জগতে সবার কাছে চাই গো ভালোবাসা
নিরাশ করে কেউ দিওনা এটাই গো মোর আশা।
ভাবের হাটের মানুষ আমি ভাবনা নিয়েই খেলা
তুচ্ছ ভেবে আর করোনা এই ভবে কেউ হেলা।