মায়ার বাঁধন ছিঁড়ে গেলে
পাখি যায় উড়ে
আসেনা সে কাঁচায় ফিরে
যতই ডাকো তারে।
পারোনি যারে রাখতে পুষে
নিজের ছোট্ট ঘরে
মিছে মায়ায় ডেকোনা কাছে
প্রেম সোহাগে তারে।
চরম হেলায় লাঞ্ছনাতে  
রাখতে যারে দূরে
ছন্নছাড়া সে পাখিকে দাও
যেতে আজ উড়ে।
চোখের পানে পরলে যারে
নিতুই করতে হেলা
এই জনমে তারে নিয়ে
আর করোনা খেলা।
মনে কোন নেইকো ক্ষোভ
সেই পাখিটার মাঝে
সে চায় সদা সুখে থাকো
সকাল সন্ধ্যা সাজে।
প্রণয় সুখে যার গলে
দাওনি কভূ মালা
মিছে মায়ায় পিছু ডেকে
দিওনা আর জ্বালা।