সোনার দেশে সোনার ফসল
ফলেনা আর মাঠে
কলসী নিয়ে জল ভরিতে
যায়না বঁধূ ঘাটে।
ফুল সুবাসে আগের মতো
ঘুম আসেনা চোখে
বাঁকা পথে চলছে মানুষ
থাকতে সদা সুখে।
যোগ্য আসন করছে দখল
অজ্ঞরা সব মিলে
সূর্য্যের আলো গ্রাস করছে
আঁধার দিতে ঢেলে।
ভালো চোখে যায়না দেখা
সত্য যাহা ঘটে
পেশির জোরে কিছু মানুষ
পরধন নেয় লুটে।
মরনকে আর আগের মতো
পায়না লোকে ভয়
আসন ছাড়তে হয়না রাজি
ধ্বংস যতই হয়।
আপন স্বার্থে ছুটছে মানুষ
ভবের হাটে আজ
মন্দ কাজে যাচ্ছে সমাজ
ভুলে শরম লাজ।