এই জীবনে আর হবেনা কোন চিঠি লিখা
তোর বিরহে হৃদয় জুড়ে যতই জ্বলুক শিখা।
মনের কথা লিখবোনা আর বন্ধু তোমার তরে
কষ্ট ব্যথায় দু'চোখ বেয়ে অশ্রু যতই ঝরে।
আশার মাঠের ফসল পুড়ে  হোকনা যতই ছাই
বিনয় করে বলবোনা আর একটু কাছে চাই।
চলার পথে প্রথম দেখায় যারে দিলে মালা
চৈত্র মাসের হাওয়া হয়ে তারেই দিলে জ্বালা।
যেই চোখে দিন রজনী ভাসতো তোমার মুখ
হিংস্র হয়ে কেড়ে নিলে তারই চিরসুখ।
কাগজ কলম সবই আছে মনে আছে আশা
তোমার কাছে পত্র লিখার ভুলে গেছি ভাষা।
দিন বদলের সাথে সাথে বদলে গেছো তুমি
পত্র লিখে লাভ হবেনা বুঝে গেছি আমি।
            (১৭.০৯.২০ইং)