ফেসবুক
         মোঃতওহিদুল ইসলাম


ফেসবুকে দেখা যায় কত যে ছবি
ভালো আর মন্দের শুধু ছড়াছড়ি,
জানা যায় কত কিছু এই পথে আজ
শেখা যায় নিমিশেই অজানা কাজ।
ফেসবুকে যেই বেশি করে ঘাটাঘাটি
ব্যয় হয় বেশি তার টাকা আর কড়ি।
কেহ হাসে সুখে আর কেহ কাঁদে দুখে
লাভ- লস্ দু'ইয়ে আছে এই ফেসবুকে।
ঘটনার রটনা দ্রুত যায় ছড়িয়ে
সত্য না মিথ্যা দেখেনা কেউ তলিয়ে।
ফেসবুক নিয়ে হয় মাঝে মাঝে দ্বন্দ্ব
কবিগণ লিখে যায় নানা মতে ছন্দ।
দিনে দিনে সুখ্যাতি ঢের বেশি বাড়ছে
অজানা কত কিছু জনতা দেখছে।
জীবনের গতি যেন এই পথে বন্দি
তার সাথে করে তাই সকলে সন্ধি।