মনের শোকে জ্যোৎস্না রাতে ভাঙ্গবে যখন ঘুম
প্রণয় সুখে পারবে নাকো দিতে কারো চুম।
হুতুম পেঁচার ডাক শুনবে যখন নিশীরাতে
ভয় কি তখন পাবে নাকো একলা বিছানাতে?
চাদর মোড়া দিয়ে যখন কাঁদবে শোয়ে শোয়ে
শান্তনা আর কেউ দেবেনা তোমার আপন হয়ে।
নিশী জাগা পাখির মতো আঁখি দু'টো মেলে
রাত পোহাবে অতীত ভেবে ব্যথার সনে খেলে।
জলের ঘাটে যাবে যখন কাক ডাকা ঐ ভোরে
কেউ এসে আর দেবে নাকো কলসীতে জল ভরে।
দেখবে যখন আগের মতো নেইকো কেহ পাশে
অতীত মায়ায় অশ্রুনীরে বুক যাবে তোর ভেসে।
নাওয়ার ছলে যাবে যখন স্নান করতে ঘাটে
আসবেনা আর আগের মতো কেহ পাশে ছুটে।
খেলার মাঠে যাবে যখন বান্ধবীদের সাথে
সদ্য ফোটা গোলাপ আর দেবেনা কেউ হাতে।
অযতনে হৃদয়বাগের যে ফুল গেছে ঝরে
সে ভাবনায় সোনার জীবন নষ্ট করো নারে।
অতীত শুধু দুঃখ বাড়ায় অনল জ্বেলে মনে
ডেকোনা আর তারে কভূ তুমি সঙ্গোপনে।
ছলনার জল ছিটায়ে যার করলে জীবন নষ্ট
পিছু ডেকে তার মনে আর দিওনাকো কষ্ট।
বেঁচে থাকতে অহংকারে প্রেম দিলেনা যারে
মরার পরে ফুল দিওনা ভুলেও তুমি তারে।