ভাবের হাটে বোধ হারিয়ে
মানুষ হচ্ছে বোকা
চেনা যায়না মানুষ পশু
কে কার ভবে সখা।
চোখ থাকতে অন্ধ সাজে
মুখ রাখে বন্ধ
দিনের বেলা আঁধার দেখে
ভাগ্য বড়ো মন্দ।
তুলা দিয়ে দিবা নিশী
কান রেখে বন্দি
নিষ্ঠুরতার সাথে করে
নানা ছলে সন্ধি।
হিংসা মোহের মিলন মেলায়
বাড়ছে লোকের ভীড়
নোংড়া জলের ঢল নেমেছে
কেমনে পাবে তীর?
বিবেক জুড়ে ধরছে পঁচন
জ্ঞানের অভাব তাই
প্রলয় ডংকার শব্দ শুনে
আমি জ্ঞান হারাই।
           (১৫.১০.২০ইং)