জীবনতরী আজো মোর ভাসে অথৈ জলে
চেষ্টায় আছি শিঘ্র আমি যাবো ছুটে স্থলে।
শ্রম সাধনা সাথী আমার সততা মোর পুঁজি
মমতার এই জমিন জুড়ে সদা সুখ খুঁজি।
আঁধার বুকে আলো জ্বেলে নীরবে পথ চলি
পাই যেখানে পুষ্প কলি যতনে লই তুলি।
মন্দ ভুলে নিতুই আমি গেয়ে  সাম্যের গান
অশ্রুভেজা বুকে ভাসাই নিত্য খুশির বান
আমজনতার মুখে সদা থাকে যেন হাসি
সে ভাবনায় প্রেম বিলিয়ে যাই গো দিবানিশী।
সবার সুখে সুখী আমি পরের দুখে দুখী
চলার পথে দেখলে অন্যায় শক্ত হাতে রুখী।
দিন রজনী প্রেমের ঘাটে আমার  কাটে বেলা
রসিক মানুষ বিনে সবাই করে ভবে হেলা।