জীবনতরী ভাসাও মানুষ সত্য নদীর বুকে
মনের ব্যথায় ভবের হাটে থাকো যতোই দুখে।
হাসি মুখে মনের ব্যথা আড়ালে সব রেখে
অকাতরে প্রেম বিলিও পর মানুষের সুখে।
তোমার প্রেমে মুগ্ধ হয়ে সবাই যেন হাসে
কর্মগুণে গর্ব করে খুশির স্রোতে ভাসে।
ক্ষণস্থায়ী এই জীবনের অফুরন্ত বাসনা
মিছে মায়ায় আলেয়াকে কোলে তুলে নিওনা।
সোনার জীবন রঙ তামাশায় বৃথায় নষ্ট না করে
সহজ সরল পথে চলো নেকির তরে সংসারে।
মন্দ কাজে পাপের বোঝা নাহি তুলে ঘারে
শান্তির বাণী প্রচার করে যেও জগৎ জুড়ে।
সময় থাকতে ভেবে দেখো পূর্ণ্য সঞ্চয় কত
গড়মিল হলে লেনাদেনায় প্রভূর কাছে হও নত।
  (১৭/০৫/২০ইং,রাঃ১২:২৫)