মোঃতওহিদুল ইসলাম


কষ্টের ঘরে জন্ম আমার
দুঃখ নিত্য সাথী,
একটু খানি সুখের তরে
দুয়ারে দু'হাত পাতি।
জমি-বাড়ি নেইতো কিছু
পরের বাড়ি বাস,
দুঃখের সাথে যুদ্ধ করে
চলি বারো মাস।
হাত-পা দু'টি অচল বিধায়
কাজের সাধ্য নাই,
বাধ্য হয়ে ভিক্ষার পথে
আমি পা বাড়াই।
সারাদিনমান ভিক্ষা করে
যে ক'টাকা পাই,
ক্ষুধার রাজ্যে তা দিয়ে
সব খরচ চালাই।
হাসি মুখে যেজন দেয়
স্নেহ-ভালোবাসা,
তারাই আমার বল- ভরসা
চলার পথের আশা।
আমায় দেখে যতই লোকে
মন্দ বলুক ভাই,
বাঁচার জন্য ভিক্ষা ছাড়া
আমার গতি নাই।