ঘরে ফিরে যাও
       মোঃতওহিদুল ইসলাম


এমন করে কি দেখছো?
জলদি ঘরে ফিরে যাও।
আকাশটা খুব অন্ধকার
সময়টা যেন গতিহীন
উজ্জ্বল নক্ষত্র খসে পরছে
নিরস মাটির বুকে
অথচ কেউ দেখেনা তাকে।
বড় অসহায় সভ্যমানুষ
পালিয়ে বেড়ায় বন বনান্তরে
নিষ্ঠুরতার কষাঘাতে জর্জরিত
সকলেই, কিছু লোক বাদে।
বড়ই পাষাণ ওরা, নীতি বোধহীন
লজ্জ্বার মাথা ছিবিয়ে খেয়ে
যা পায় খোঁজে সব খায় লুটেপুটে।
এ যুগের হায়ানা ওরা,বড় ক্ষমতাধর
স্বার্থের মোহে আপনকে করে পর।
কতযে নারী শিশুর সতিত্ব করেছে নষ্ট
সে হিসেব কে রাখে?
তুমি ও পার পাবেনা,যদি ওরা দেখে
তোমার সঞ্চিতধন ওরা লুটে নিবে
বাধ সাধলে লাশ হয়ে পরে থাকবে পথের ধারে
অথবা ব্রীজের নীচে কিংবা ডাস্টবিনে।
শেষ উপাধি পাবে পতিতা বেশ্যারূপে।
সময় খারাপ, চারদিকে অন্ধকার
জলদি ঘরে ফিরে যাও----
অপেক্ষার সময় এখন নয়।
আঁধার কেটে প্রভাত হবে
সে দিন দেখা হবে,সেভাবে
তুমি চাইবে ঠিক যেভাবে।