স্মৃতির জানালা খোলে দাঁড়াবে যখন
আমাকে দেখিবে ঠিক আগের মতন।
একাকী যখন দেখিবে মোরে গোধূলী লগ্নে
ব্যঞ্জনার সুর কি তখন বাঁজবেনা আমার জন্যে?
বাঁধন ছিঁড়ে হয়তো তুমি আসবেনা নাকো কাছে
কষ্টের কাঁটা বিঁধে যতই জীবনটা হোক মিছে।
তোমায় দেখে সবাই ভাবে ভবেতুমি সুখী
আমি জানি অতীত ব্যথায় খুব যে আছো দুখী।
মনের শান্তি হারিয়ে গেছে সেই সে ভুলের তরে
কাঁদো যতই বিলাপ করে পাবেনা সুখ ফিরে।
এক মোহনায় মিলবেনা আর দু'টি মনের গতি
স্মৃতির খাতায় ঘুমিয়ে রবে স্নেহভরা প্রীতি।
    (২৯/০৫/২০ইং,বি:৫:৩১)