ঘুটঘুটে আঁধার নিস্তব্ধ পৃথিবী কোথাও কোন সাড়াশব্দ নেই
এত ঝড় বয়ে যাচ্ছে তবু কেন আওয়াজের শব্দ নেই?
তা হলে কি ধরে নেব,এই ধরাতে প্রাণের কোন অস্তিত্ব নেই
যারা ঝড় তান্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে রবে,এমন কি কেউ নেই,নাকি হৃদয়ে প্রেম নেই?
তবে যারা বিশাল রঙমহলের বাসিন্দ তারা কি এতই পাষাণ
নাকি কালের স্রোতে ওরা বোধশক্তি হারিয়েছে নির্জনে গভীর দহনে?
মন ভাঙ্গা, নদীর পাড় ভাঙ্গা অসহায় মানুষের আর্ত চিৎকার ওরা কি শুনেনা কানে
কণ্ঠ রুদ্র কি অত্যাচারী শাসকের শাসন শোষণে?
রক্ত রাঙা চোখের চাহনিতে কি ভাষা হারিয়েছো ধর্ষিতা অবলা নারীর মতো
শক্ত হাতের শিকল কি ভাঙ্গতে পারোনা বিপ্লবী নেতার মতো?
অসীম সাহসী হও,সৈনিকের বেশ ধর,সামনের যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে
সাহসে তুমি পুরুষ, তা হলে মরনে কেন ভয়,মহাজয়ের
ঝান্ডা নির্ভয়ে তোমাকেই উড়াতে হবে।
দৃঢ় প্রত্যয়ে তোমার লক্ষে এগিয়ে যাও,বালির বাঁধের মতো সকল শক্তবাঁধ ধুলোয় মিশে যাবে
উঠে দাঁড়াও কথা বলো,প্রতিবাদ কর,অন্যায়ের বিরুদ্ধ,
রুখে দাঁড়াও,তুমি জয়ী হবে।
মানুষ ও বিধাতার সাহায্য পাবে,আলোর দেখা পাবে, জীবন যৌবন স্বার্থক হবে
এরি নাম প্রেম,এরি নাম ভালোবাসা, তুমি সুখী হবে,ক্ষণিকের জীবন ধন্য হবে।
আর কি চাই জীবন সাজাতে তমা
ছল করে ভিন্ন পথে দিওনা উপমা।
তোমার অপেক্ষায় অনুরাগের সেই রাজসিংহাসন
অভিমান ভুলে গ্রহণ করো তোমার যোগ্য আসন।
        (১২/৮/২১ইং,সকাঃ১১ঃ২০মিঃ)