পারো যদি ভুলে যেও
আঁখি জল মুছে
স্মৃতি মোর ফেলে দিও
নাহি ঘুরে পিছে।
আশা দিয়ে যারে তুমি
নাহি নিলে ঘরে
লাভ নেই দিবা নিশী
মনে রেখে তারে।
ছোট আশা কটু কথা
যা শুনিনী আগে
আজ কেন সে মুখে
শুনি তা রাগে?
সুখে থাক ভালো থাক
দূরে থাক বসে
আশা নিয়ে তুমি আর
এসো নাকো পাশে।
ভুলে যাও ভুলে যাও
সব কিছু মোর
আমি আর হবো নাকো
এ জীবনে তোর।
  (১৩/০৬/২১ইং)