হাল ছেড়োনা
       মোঃতওহিদুল ইসলাম

দিন বদলের অঙ্গীকার সবই হবে বৃথা
সোনাফলা দেশের মাটি হয় যদি গো চিতা।
শক্তহাতে লাঙল ধরে করলে জমি চাষ
দুঃখ ভুলে সুখে রবে সবাই বারোমাস।
রুদ্দদ্বার খোলতে হবে কঠিণ হাতে আজ
আপন মানুষ মনোব্যথায় যতই পাক লাজ।
আমজনতার কথা ভেবে করলে ভবে কাজ
হাসিমুখে সবাই মিলে মাথায় দিবে তাজ।
অন্যায় করলে নেই কোন ছাড় দিনবদলের পথে
হিংসা ভুলে সোনার তরী ভাসাও কর্ম রথে।
বিষবৃক্ষের গোড়া কেটে লাগালে নতুন গাছ
শ্যামল ছায়ায় আশার বাগে দেখবে খুশির নাচ।