শখের নৌকা ঘাটে বেঁধে
শুধু চেয়ে রই
আমার দেশের সোনার মানুষ
হারিয়ে গেলো কই।
আগের মতো পাইনি খোঁজে
মিলন মেলার ঢেউ
কারো দুখের সাথী হয়ে
রয়না পাশে কেউ।
লোভের মোহে অন্ধ সবাই
ব্যস্ত আপন কাজে
লজ্জ্বা পায়না মন্দ কাজে
আঁধারে সুখ খোঁজে।
কুজন লোকের কদর বেশি
খাঁটির মূল্য কম
কষ্ট ব্যথায় জ্ঞানী গুণীর
থেমে যাচ্ছে দম।
প্রাণের মানুষ মায়ার মানুষ
পড়েনা আজ চোখে
অতীত ভেবে অশ্রু ঝরে
শূন্য আমার বুকে।
           (০৮.১১.২০ইং)