নন্দিতরা নিন্দিত আজ দেখি মাঠে ঘাটে
সম্মান ওরা পায়না খুঁজে যুগের মানব হাটে।
চলার গতি উল্টো পথে এই পৃথিবীর বুকে
সভ্যমানুষ অবুঝ হয়ে তাকিয়ে শুধু দেখে।
ভাটার টানে নীতির বাণী সকল গেছে ভেসে
আধমরা সব নীরব থেকে শুধুই গেছে ফ্যাঁসে।
দুষ্টলোকের মিষ্টি কথায় ভবের মানুষ খুশি
সত্যকথা বলে কেউ আরও চায়না হতে দোষী।
সুজন কুজন সবাই এখন একই ঘাটের মাঝি
লুটের হাটে এক পোষাকে যাচ্ছে নিতুই সাজি।
বাঁকা পথে অল্প শ্রমে সবাই চাহে সুখ
এমন কান্ড দেখে মনে খুব যে বাড়ে দুখ।
আশার প্রদীপ নিভু নিভু জ্বলছে দেখি আজ
কোথায় যেন হারিয়ে গেলো সভ্যতার সেই সাজ।
           (১৬.১০.২০ইং)