সময় পেলেই আমি লিখি এলোমেলো ছন্দ
বেশতো ভালো,এসব পড়ে যারা বলো মন্দ।
মান সম্মত হয়নি লিখা জ্ঞান অতি অল্প
কাব্য প্রেমিক এসব নিয়ে বলে বাজে গল্প।
শব্দ চয়ন শুদ্ধভাষার বড্ড অভাব জানি
জ্ঞানের রাজ্যে তাইতো মোর হয় গো মানহানি।
ছন্দ তালের রূপ রেখা পাইনি খুঁজে আমি
আমার লিখায় হবেনা তাই ধন্য কভূ ভূমি।
মনের কষ্ট কেউ বুঝে-না ভাগ্য বিষম মন্দ
এসব ভেবে কারো সাথে করিনা ভাই দ্বন্দ্ব।
গতি হারা মানুষ আমি ধীর পায়ে চলি
এই সমাজের মনের কথা কাব্যে কিছু বলি।
মরার পরে অচল হবে মোর জীবনের স্মৃতি
বেঁচে থাকতে তাই দিতে চাই হাসিমুখে প্রীতি।
জ্ঞানী গুণী মানুষ যারা অমর হয়ে রবে
এসব লোকের ভীড়ে আমার সাঙ্গ জীবন হবে।
           (২৫.১০.২০ইং)