আমার খেলার সাথী ছিল
কিশোর বেলায় হাসি
পূর্ণিমার সে নহে চাঁদ
ধরার মানব শশী।
বাঁকা ঠোঁটে ছিল হাসি
কথায় ছিলো মায়া
চোখের তারায় ভাসতো শুধু
সেই মানবীর ছায়া।
আবির মাখা গালে ছিলো
ছোট্ট তিলক আঁকা
চলতো সদা সহজ ভাবে
পথ ভুলে সব বাঁকা।
নিকষ কালো ছিলো তার
লম্বা মাথার কেশ
রূপ চেহারায় মুগ্ধ হয়ে
সবাই বলতো বেশ।
কচি লাউয়ের ডগার মতো
ছিলো কোমল দেহ
সে যে ছিলো প্রাণের সখা
জানতোনা তা কেহ।
হঠাৎ যেই গ্রাম ছেড়ে
চলে গেলো ঢাকা
সেই থেকে ঘোরেনা আর
মোর জীবনের চাকা।