শীতের ঝুড়ি মাথায় নিয়ে
এলো কুঁজো বুড়ী
গরিব দুখী কাঁপছে ভয়ে
শহর বন্দর ঘুরি।
জামা কাপড় নেইকো যাদের
ক্ষুধায় পায়না ভাত
কেমন করে এই শীতে
কাটবে তাদের রাত?
বড় বড় দালান কোঠায়
ঘুমাও যারা সুখে
সাহায্যের হাত দাও বাড়িয়ে
গরিব লোকের দুখে।
পথে ঘাটে দেখো যদি
অনাথ এতিম কাঁদে
জামা কাপড় কিনে দিও
তাদের নিয়ে সাথে।
ওরা মানুষ এই পৃথিবীর
রক্ত মাংস এক
ধনীর দুলাল ভবে যারা
এদের চেয়ে দেখ্।
       (১২/১২/২০ইং)